নিউজ ডেস্ক:
একুশ শতকের সব মার্কিন প্রেসিডেন্ট নিরাপদে ভ্রমণ করেছেন এ হোটেলে। বিল ক্লিন্টন, বুশ, ওবামা, ট্রাম্প নরেন্দ্র মোদিসহ বিশ্বের বড় বড় নেতা অবস্থান করেছেন সেখানে। হোটেলটির নাম কিং ডেভিড হোটেল। ইসরায়েলে অবস্থিত হোটেলটি।
এ হোটেলে অবস্থানকালে পৃথিবীতে কী ঘটছে, তাতে কিছু আসে যায় না। যাকে বলে একেবারে নিশ্চিন্ত নিশিযাপন। এটি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে নিরাপদ সুইট। হ্যাঁ, কিং ডেভিড হোটেলের ডিরেক্টর শেলডন রিত্জকে বলেছেন, ‘বোমা, রাসায়নিকসহ যে কোনও হামলা বা বিস্ফোরণ থেকে নিরাপদ এ হোটেল সুইট। ‘
এই গ্রহে ওই সুইটের চেয়ে নিরাপদ জায়গা আর নেই। কেন? রিত্জের কথায়, ‘যদি গোটা হোটেলেও বোমা বিস্ফোরণ হয়, তাহলে এই সুইট স্বয়ংক্রিয় ভাবে একটি পডের মধ্যে ঢুকে পড়বে। এবং তা অক্ষত থাকবে। ‘
সম্প্রতি জেরুজালেমের ওই বিলাসবহুল হোটেলটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য পুরোপুরি খালি করে দেওয়া হয়। ১১০টি ঘরের ব্যবস্থা রাখা হয় শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের জন্য।
রিত্জ বলেন, আমরা এই শতাব্দীর সব মার্কিন রাষ্ট্রপতির আপ্যায়ন করেছি। ক্লিন্টন, বুশ, ওবামা ও সপ্তাহ তিনেক আগে ট্রাম্প। এবার আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপ্যায়ন করছি।
সূত্র: এইসময়