মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিদর্শনে পুলিশ সুপার মুরাদ আলী
নিউজ ডেস্ক:মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ সুপার টিটিসি পরিদর্শনে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম তাকে স্বাগত জানান।
এ সময় ডিবি ইন্সেপ্টের জুলফিকার আলী, টিআই ইসমাইল হোসেন সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পুলিশ সুপার এস এম মুরাদ আলি টিটিসির কারিগরি, কম্পিউটার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশ সুপার এস.এম মুরাদ আলী মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অভিবাসনেচ্ছু কর্মীদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রাক বহির্গমন ব্রিফিং-এ প্রধান অতিথির বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন করতে কোনো পুলিশকে কেউ টাকা দেবেন না। যদি কোন পুলিশ সদস্য বা ডিবি পুলিশের কোন সদস্য আপনাদের কাছে টাকা চাই, তবে আমাকে সরাসরি জানাবেন। আমি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করব। আপনারা দালালের মাধ্যমে প্রভাবিত হয়ে অতিরিক্ত অর্থ খরচ করে বিদেশ যাবেন না। সরকার আপনাদের জন্য যথাযথ ব্যবস্থা করেছে।’
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরো বলেন, ‘আমার অফিসে প্রবাসী কল্যাণ ডেস্ক আছে আপনারা যে কোনো সমস্যায় পড়লে সরাসরি যোগাযোগ করবেন, অবশ্যই কাজ হবে। বিদেশ গমনের জন্য ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণে ১৩৯ জন অংশ গ্রহণ করেন।