পুলিশ ও জনগণের মধ্যে ঐক্য গড়ে উঠলে সমাজ থেকে অপরাধ-প্রবণতা দূর হবে

0
21

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন, চুয়াডাঙ্গায় আলোচনা সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিউজ ডেস্ক:সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এবারের স্লোগান ছিল ‘পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’।সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এবারের স্লোগান ছিল ‘পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’।চুয়াডাঙ্গা:সারা দেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর থানা চত্বরে গিয়ে শেষ হয়ে। বৈরি আবহাওয়ার কারণে বেলা সাড়ে ১১টায় পুলিশ লাইনসের ড্রিল শেডে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম, চুয়াডাঙ্গা।অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন উপলক্ষে কেক কাটা হয়। এরপর পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘পুলিশ ও জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলা গেলে সমাজ থেকে অপরাধ-প্রবণতা দূর হবে। জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে পুলিশ। এ ক্ষেত্রে জনগনেরও দায়িত্ব পুলিশকে সহযোগিতা করা। সাধারণ মানুষ যদি পুলিশকে সহযোগিতা করে, তবে সমাজ থেকে মাদকের ব্যধি নিমিষেই দূর হবে। আমরা পুলিশকে সহযোগিতা করব, পুলিশ আমাদের সহযোগিতা করবে। সমাজ আজ অধপতনের দিকে যাচ্ছে, এর হাত থেকে দেশকে বাঁচাতে হবে।’ অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে এমপি ছেলুন বলেন, ‘সারা দিন মাথানিচু করে মোবাইল টেপা যাবে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ ও দেশ। লেখাপড়া শিখতে শিখতে বাবা-মাকে বলা যাবে না মোটরসাইকেল কিনে দেওয়ার কথা। পড়ালেখা করে নিজের টাকায় মোটরসাইকেল কিনতে হবে, ভালো কিছু করতে পারলে প্রাইভেটকারও কেনা যাবে। সন্তানেরা কী করছে, কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, তার খোঁজখবর না রাখলে তারা বিপথে যেতে পারে। তাই সন্তানদের ছোট থেকেই ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে। বাবারা কর্মসূত্রে বাইরে থাকে, তাই মায়েদের ভূমিকা অনেক বেশি।’ অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ও অধ্যাপক মুন্সী আবু সাঈফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, জেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের আহ্বায়ক প্রফেসর এস এম ই¯্রাফিল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পুলিশিং ইউনিটের সদস্যসচিব মনিরুজ্জামান। আলোচনা পর্ব শেষে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীসহ সবাইকে পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে কমিউনিটি পুলিশিংয়ে বিশেষ ভূমিকা রাখায় পুলিশ সদস্য, জনপ্রতিনিধি এবং সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।আলমডাঙ্গা:আলমডাঙ্গা থানার পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সেদর সার্কেল) মো. কলিমুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহম্মেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু, জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক ও বণিক সমিতির সম্পাদক হাজি মীর শফিকুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, প্রেসক্লাবের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, ইউপি চেয়ারম্যান সমিতির সম্পাদক নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, আমিরুল ইসলাম মণ্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন।ওসি (তদন্ত) গাজী সাহিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ম-ল, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, পৌর আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম কাইকাই, পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, জহুরুল ইসলাম, কল্পনা খাতুন, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, লুৎফর রহমান প্রমুখ। এর আগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কেক কাটা হয়।কার্পাসডাঙ্গা:‘পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ এ স্লোগানে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে দামুড়হুদা মডেল থানার আয়োজনে গতকাল শনিবার বিকেল চারটার দিকে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টাস) আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু, দর্শনা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু।এ ছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হেসেন, হাউলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, ওসি (তদন্ত) কে এম জাহাঙ্গীর কবির, দর্শনা থানার পরিদর্শক মাহবুবুর রহমান, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি ইমদাদুল হক ইমন, সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন সাজেদুল বিশ্বাস মিঠু ও কামরুজ্জামান রানা। আলোচনা সভা শেষে সুকুমার বিশ্বাস পরিচালিত বুড়ো ব্যান্ড এবং ঢাকা ও খুলনা থেকে আগত অনিক, জেমস ও মুক্তাদের কণ্ঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জীবননগর:জীবননগরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বেলা তিনটায় জীবননগর থানা পুলিশের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জীবননগর থানা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জীবননগর মেইন বাসস্ট্যান্ড-সংলগ্ন উন্মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আবু রাসেল।প্রধান অতিথির বক্তব্যে আবু রাসেল বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমান পুলিশিং ব্যবস্থা অনেক প্রশংসাদায়ক। এখন আর সাধারণ মানুষকে থানায় গিয়ে হয়রানি হতে হয় না। ফোন করা মাত্রই পুলিশই পৌঁছে যায় প্রত্যান্ত অঞ্চলে। শুধু পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা সম্ভব নয়, এ জন্য দরকার সাধারণ মানুষের আন্তরিকতা ও সহযোগিতা। আর এ জন্যই কমিউনিটি পুলিশিং গঠন ছিল সময়ের দাবি। কমিউনিটি পুলিশিং গঠনের পর এখন সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সহযোগিতায় দেশে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল সহজ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।আলোচনা সভায় আরও বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান ও জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ। এর আগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে একটি বিশাল কেক কাটা হয় এবং সন্ধ্যায় শাইন ক্লাবের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মেহেরপুর:‘পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ স্লোগানে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে মেহেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন করা হয়েছে। মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পুলিশ সুপার এস এম মুরাদ আলী পুলিশ সুপার কার্যালয়ে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-এর উদ্বোধন করেন।এরপর পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বাদ্যের তালে তালে পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে শুরু করে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু, মো. শাহ্জামান, আনারুল ইসলাম, পুলিশের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে কেক কাটার আয়োজন করা হয়। কেক কাটা শেষে এ দিন শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর পুলিশ লাইনস মিলনায়তনে এক আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।আলোচনা সভায় পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. এম এ রাশার, অ্যাড. শফিকুল আলম প্রমুখ। এ সময় কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদান রাখায় পিপি পল্লব ভট্টাচার্য, অ্যাড. শফিকুল আলম ও ইউপি সদস্য শংকর বিশ্বাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও আইজিপির পক্ষ থেকে এস আই আহসান হাবীব এবং ডা. এম এ বাশারকে ক্রেস্ট প্রদান করা হয়।গাংনী:নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে গাংনী থানা চত্বরে এসে শেষ হয়। পরে গাংনী থানা চত্ত্বরে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দিয়ে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম এবং কাউন্সিলর নবীর উদ্দীন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু। এ ছাড়াও অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিংয়ের নেতা, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।ঝিনাইদহ:‘পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ স্লোগানে ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে গতকাল শনিবার সকালে শহরের হামদহ এলাকা থেকে একটি র‌্যালি বের হয়। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। এর আগে বেলুন ও পাঁয়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিণ্টু এবং সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশীদ। বক্তারা, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।