নিউজ ডেস্ক:
বাংলাদেশ পুলিশের ডিআইজি পদে ৫ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। রবিবার (২৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলী করা হয়।
বদলীকৃত পুলিশ কর্মকর্তাগণ হলেন- খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিকে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পিপিএম- কে ডিআইজি পুলিশ অধিদপ্তর, পুলিশ অধিদপ্তরের ডিআইজি (চলতি দায়িত্বে) মো. হুমায়ুন কবির পিপিএম -কে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (চলতি দায়িত্বে), এনএসআই’র পরিচালক (ডিআইজি) মোশারফ হোসেনকে টিএন্ডআইএম’র ডিআইজি এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রহুল আমিনকে এনএসআই’র পরিচালক (ডিআইজি) হিসেবে বদলী করা হয়েছে।