নিউজ ডেস্ক:
পুঁজিবাজারে বিনিয়োগ করার আগে পড়াশুনা করার আহ্বান জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
গত সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাকিব আর হাসান বলেন, ‘আমি যখন কাউন্টিতে খেলতে যেতাম, তখন দেখতাম বিদেশি খেলোয়াড়রা পড়াশুনা করছেন। আমি তাদের জিজ্ঞাসা করতাম এত কি পড়ছো। তারা বলতো আমরা পুঁজিবাজার সম্পর্কে পড়ছি। তাই আমি বলবো যারা পুঁজিবাজারে বিনিয়োগ করবেন তারা জেনে-বুঝে বিনিয়োগ করেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী সাকিবের প্রশংসা করে বলেন, আজকের অনুষ্ঠানে সাকিব আল হাসানের উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করেছে। তিনি খুব মূল্যবান কথা বলেছেন, বুঝে-শুনে বিনিয়োগ করুন। সাকিব আল হাসান এই বিনিয়োগের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়ে আমাদের প্রচেষ্টাকে আরো সহজ করে দিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব ইউনুসুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
অনুষ্ঠানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে পরিচয় করে দেয়। শেষে বিশেষ র্যালির আযোজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।