নিউজ ডেস্ক:
এবছর এসএসসি পরীক্ষায় ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি (৯০ দশমিক ৭০ শতাংশ। আর সবচেয়ে কম পাসের হার কুমিল্লা বোর্ডে (৫৯ দশমিক ৩ শতাংশ)। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ফল নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। সেখানে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ। রাজশাহীর পর সবচেয়ে বেশি পাস করেছে ঢাকা বোর্ডে। এই বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৯ শতাংশ।
এছাড়া তৃতীয় স্থানে থাকা দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ, চতুর্থ স্থানে থাকা চট্টগ্রাম বোর্ডে ৮৩ দশমিক ৯৯ শতাংশ, পঞ্চম স্থানে সিলেট বোর্ডের পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ, যশোর বোর্ডে ৮০ দশমিক ০৪ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৭ দশমিক ২৪ শতাংশ।