নিউজ ডেস্ক:
পাঁজরে বিঁধে রয়েছে একটি নয়, দুইটি ছুরি ৷ একটা ছুরি কোন মতে বের করতে সক্ষম হলেও আরেকটা বিঁধেই রয়েছে বুকের নীচে ৷ সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে ৷ কিন্তু যুবককে সাহায্য করার লোক কেউই নেই ৷ একটু পানির জন্য কাতর আকুতি জানাচ্ছিলেন সেই ৷ কিন্তু পানি দেওয়া তো দূরের কথা, সবাই নিজের মোবাইলে ছবি তুলতেই ব্যস্ত ৷ ভারতের রাজধানী দিল্লিতে এমনই অমানবিক দৃশ্য দেখা গেল মঙ্গলবার ৷
পুলিশ জানিয়েছে, মৃতের নাম আকবর আলি ৷ ব্যস্ত রাস্তার মাঝেই ছুরি দিয়ে কোপানো হয় তাকে ৷ দুটি ছুরিই বিঁধে যায় পাঁজরে ৷ এমনকী, পথচারীদের নিজের বাড়ির ঠিকানাও নাকি জানিয়েছিলেন আকবর ৷ কিন্তু প্রত্যেকেই তখন আকবরকে বাঁচানোর পরিবর্তে মোবাইলে ভিডিও তুলতেই বেশি ব্যস্ত ছিলেন ৷ পরে ছুরিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
আকবরের ভাই ইমাম জানান, একজন নারী তার ভাইকে বাঁচাতে এলেও তখন তাকেই হামলার মুখে পড়তে হয় ৷ আমার ভাই শেষপর্যন্ত লড়েছিল ৷ একটা ছুরি পাঁজর থেকে বেরও করেছিল ৷ কিন্তু অন্যটি পারেনি ৷