পানিতে ডুবে ভাই-বোনের করুণ মৃত্যু!

0
9

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালিতে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- ওই গ্রামের মহসিন আলীর মেয়ে মোহনা খাতুন (৮) ও একই উপজেলার হানুড়বাড়াদী গ্রামের আমিরুল ইসলামের ছেলে রিপন (৯)। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো ভাই-বোন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদেরকে হারিয়ে পিতা-মাতা যেন বাকরুদ্ধ। এদিকে, গতকালই শিশু দু’জনের দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত পরশু মায়ের সঙ্গে কবিখালী গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে আসে রিপন। গতকাল সোমবার সকালে তার মামাতো বোন মোহনার সঙ্গে বাড়ির অদূরে বাগানে যায় আম কুড়াতে। অনেকক্ষন দেরি হওয়ায় তারা বাড়িতে না আসলে শুরু হয় খোঁজাখুজি। এরপর থেকেই ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘন্টা খানেক পর গ্রামের একটি পানের বরজের পাশের ডোবায় তাদের দুইজনের মরদেহ ভাসতে দেখে। পরে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে দুই শিশুকে হারিয়ে পুরো পরিবার যেন বাকরুদ্ধ। মা-বাবা যেন পাগল প্রায়। এলাকায় নেমে আসে শোকের ছায়া। গতকাল বিকেলে জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়। জানাযায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফ, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও বিএনপি নেতৃবৃন্দসহ এলাকাবাসী।