নিউজ ডেস্ক:দামুড়হুদার ডুগডুগির বাজারে স্থানীয় ব্যক্তিরা নারী পাচারকারী সন্দেহে দুই রোহিঙ্গা নারীসহ বাংলাদেশি পাসপোর্টধারী দুজন নাগরিককে আটক করে পুলিশে দিয়েছেন। ডুগডুগি পশুর হাটের প্রধান সড়ক-সংলগ্ন স্থানে গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঘটনা ঘটে। আটক দুই রোহিঙ্গা নারী কক্সবাজার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেনের কন্যা জুবাইদা খাতুন (২৩) ও ইসমাইল হোসেনের কন্যা আনোয়ারা খাতুন (২৪)। এ ছাড়া পাচারকারী সন্দেহে বাংলাদেশি পাসপোর্টধারী দুজন নাগরিক হলেন বরিশাল জেলার গৌরনদী থানার বাগদা গ্রামের ফরজ আলীর ছেলে জাকির হোসেন ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ফজলুল হকের ছেলে আরাব নাফিস সাদিক (২৬)। দামুড়হুদার ডুগডুগির বাজারে স্থানীয় ব্যক্তিরা নারী পাচারকারী সন্দেহে দুই রোহিঙ্গা নারীসহ বাংলাদেশি পাসপোর্টধারী দুজন নাগরিককে আটক করে পুলিশে দিয়েছেন। ডুগডুগি পশুর হাটের প্রধান সড়ক-সংলগ্ন স্থানে গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঘটনা ঘটে। আটক দুই রোহিঙ্গা নারী কক্সবাজার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেনের কন্যা জুবাইদা খাতুন (২৩) ও ইসমাইল হোসেনের কন্যা আনোয়ারা খাতুন (২৪)। এ ছাড়া পাচারকারী সন্দেহে বাংলাদেশি পাসপোর্টধারী দুজন নাগরিক হলেন বরিশাল জেলার গৌরনদী থানার বাগদা গ্রামের ফরজ আলীর ছেলে জাকির হোসেন ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ফজলুল হকের ছেলে আরাব নাফিস সাদিক (২৬)। ডুগডুগি বাজার এলাকার স্থানীয়রা জানান, গতকাল সকাল ৯টার দিকে দুজন অপরিচিত নারী ও দুজন পুরুষ দীর্ঘ সময় ধরে ডুগডুগি পশুর হাটের প্রধান সড়কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় ঠিকানা জনতে চাইলে তাঁদের অসঙ্গতিপূর্ণ কথা-বার্তায় স্থানীয়দের মনে আরও বেশি সন্দেহ সৃষ্টি হয়। পরে ওই চারজনকে আটকে রেখে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুই নারী স্থানীয়দের কাছে স্বীকার করেন, তাঁরা রোহিঙ্গা। এরপর দামুড়হুদা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পেীঁছে কক্সবাজার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের জুবাইদা খাতুন ও আনোয়ারা খাতুন এবং পাচারকারী সন্দেহে বাংলাদেশি পাসপোর্টধারী দুই নাগরিক বরিশাল জেলার গৌরনদী থানার বাগদা গ্রামের জাকির হোসেন ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আরাব নাফিস সাদিককে আটক করেন। তবে ওই দুই রোহিঙ্গা নারীর সঙ্গে বাংলাদেশি পাসপোর্টধারী দুই নাগরিকের কোনো সম্পৃক্ততা না থাকায় তাঁদেরকে ছেড়ে দেয় পুলিশ। এদিকে, গোপন একটি সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বেশ কিছু বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক আসেন দর্শনা জয়নগর হয়ে ভারতে যাওয়ার উদ্দেশে। দর্শনা ইমিগ্রেশন পুলিশ ২০ জন পাসপোর্টধারী যাত্রীকে সন্দেহ হওয়ায় তাঁদের ভারত প্রবেশে বাধা দেয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের এ নজরদারির মধ্যে দ্রুত তাঁরা সটকে পড়েন। পরে ভ্যানযোগে ডুগডুগিয় অবস্থান নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির একপর্যায়ে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে দেন। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ডুগডুগি বাজারের স্থানীয়রা দুই রোহিঙ্গা নারীসহ পাচারকারী সন্দেহে দুজন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশে দেয়। আটক দুই রোহিঙ্গা নারী কক্সবাজার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। ওই দুই নারীকে ফেরত পাঠানোর জন্য কক্সবাজার কুতুবপালং ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যত দ্রুত সম্ভব তাঁদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে। এ ছাড়া পাচারকারী সন্দেহে আটক দুই ব্যক্তি ভারতে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছিলেন। ওই দুই ব্যক্তির সঙ্গে রোহিঙ্গা নারীদের কোনো সম্পৃক্ততা না থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।