দর্শনা চেকপোস্টে ১৩টি সোনার বারসহ আটক মামলায় রায়
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় সোনা পাচার মামলায় এক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ আদেশ দেন। কারাদ-প্রাপ্ত আসামির নাম দেলোয়ার হেসেন (৪৭)। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চরবর্ণী গ্রামের ওমদে শেখের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৯ জুন চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে সোনা পাচারের সময় পাসপোর্টধারী যাত্রী দেলোয়ার হোসেনকে আটক করে শুল্ক ও গোয়েন্দা বিভাগের একটি দল। এরপর তাঁর ব্যাগ তল্লাশি করে ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। সে দিনই শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের (বেনাপোল সার্কেল) সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় দেলোয়ার হোসেনকে আসামি করে একটি মামলা করেন। তদন্ত শেষে দেলোয়ার হোসেনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ৩১ আগস্ট অভিযোগপত্র দেওয়া হয়। মামলার বাদী ও আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বিকেলে দেলোয়ারকে দোষী সাবস্ত্য করে যাবজ্জীবন কারাদ-াদেশ দেন আদালত।