বায়েজীদ (গাইবান্ধা জেলা প্রতিনিধি) :
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে গত ২ অক্টোবর শুক্রবার সাংবাদিক সিরাজুল ইসলাম রতন ও ফজলার রহমানের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে পলাশবাড়ী চৌমাথা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় গাইবান্ধা প্রেসক্লাবের সহ সভাপতি ও উপজেলা জাসদ সভাপতি প্রবীণ সাংবাদিক নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক কাটাখালি পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাবের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দ, সাপ্তাহিক পলাশবাড়ীর সম্পাদক উত্তম কর্মকর,গোবিন্দগঞ্জ জাতীয় সংস্থার সভাপতি জিল্লুর রহমান সরকার, সাংবাদিক ফেরদাউস মিয়া
,এশিয়ান টিভি পলাশবাড়ী প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদ,ধাপেরহাট প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম,আব্দুল মালেক সাজু মাষ্টার,নুরুল ইসলাম, মামুনুর রশিদ সাগর, জয়যাত্রা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি আমিনুল ইসলাম কবির,হাসিবুর রহমান স্বপন, আসাদুজ্জামান রুবেল,আরিফ হোসেন, আসরাফুজ্জামান সরকার , নুর মোহাব্বত,রবিউল ইসলাম রুবেল,আসলাম আলী, সিরাজুল ইসলাম রতন,কেটিভি বাংলার জেলা প্রতিনিধি সুমন মন্ডল, পাপুল সরকার,ফজলার রহমান ছাত্রলীগ নেতা মামুনর রশিদ সুমন প্রমুখ।
প্রতিবাদ সভায় সঞ্চালনায় করেন সাংবাদিক আশরাফুল ইসলাম। বক্তারা অভিযোগ সাপেক্ষে তদন্ত পূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।