নিউজ ডেস্ক:
পর্তুগালের উত্তরাঞ্চলের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত পাঁচজনের মৃত্যু ও অপর তিনজন নিখোঁজ হয়েছেন। আজ বুধবার উদ্ধারকারী সংস্থাগুলো বার্তা সংস্থা লুসাকে একথা জানিয়েছে।
লামেগো শহরের ওই কারখানায় বৃহস্পতিবার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে শতাধিক দমকল কর্মীকে সেখানে পাঠানো হয়।
রাত পর্যন্ত উদ্ধারকর্মীরা কারখানার ভেতরে গিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাতে পারেনি। কারণ ভবনটি তল্লাশি অভিযানের জন্য যথেষ্ট নিরাপদ নয়। তবে সেখান থেকে আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে কারখানার মালিক ও তার মেয়েও রয়েছে।