নিউজ ডেস্ক:
স্যামসাংয়ের বাজার থেকে প্রত্যাহার করে নেয়া ‘গ্যালাক্সি নোট সেভেন’ স্মার্টফোনের পরিমার্জিত সংস্করণ বাজারে আসছে আগামী শুক্রবার। শুরুতে দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরু হবে বহুল আলোচিত মডেলের স্মার্টফোনটি।
বাজারে ছাড়ার দুই মাসের মধ্যে গ্যালাক্সি নোট সেভেন মডেলের বেশ কিছু স্মার্টফোনে আগুন ধরে যাওয়ার অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতে গত বছরের অক্টোবরে বাজার থেকে এ মডেলের সব স্মার্টফোন প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয় স্যামসাং। এ ঘটনায় স্যামসাংয়ের পরিচালন লোকসান হয়েছে ৫০০ কোটি ডলারের বেশি। একই সাথে প্রতিষ্ঠানটির দীর্ঘ দিনের সুনামও হয়ে পড়ে প্রশ্নবিদ্ধ। স্যামসাং এক বিবৃতিতে জানিয়েছে, গ্যালাক্সি নোট সেভেনের ‘ফ্যান এডিশন’ হিসেবে এ মডেলের চার হাজার স্মার্টফোন বিক্রির জন্য বাজারে ছাড়া হবে। প্রতিটি ফোনের মূল্য ৬১১ ডলার, যা গ্যালাক্সি নোট সেভেনের মূল সংস্করণের স্মার্টফোনের দামের চেয়ে প্রায় ৩০ শতাংশ কম। বাজার থেকে প্রত্যাহার করে নেয়া ত্রুটিমুক্ত হিসেবে স্বীকৃত ও অব্যবহৃত গ্যালাক্সি নোট সেভেনের উপাদান ব্যবহার করে স্মার্টফোন মডেলটির এ পরিমার্জিত সংস্করণ তৈরি হয়েছে। মূল গ্যালাক্সি নোট সেভেন ফোনের ব্যাটারিগুলোর তুলনায় পরিমার্জিত সংস্করণের ব্যাটারিগুলোর সক্ষমতা তুলনামূলক কম। তবে বাজার থেকে প্রত্যাহার করার পর এসব ফোনের জন্য নতুন করে নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শুধু ব্যাটারির কারণে ফোনগুলোয় আগুন ধরায় গ্যালাক্সি নোট সেভেনের পরিমার্জিত সংস্করণ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে স্যামসাং। এ সংস্করণের স্মার্টফোন দক্ষিণ কোরিয়ার বাইরে অন্য দেশগুলোয় বিক্রির জন্য ছাড়া হবে কি না, তা পরে জানানো হবে। তবে যুক্তরাষ্ট্র ও ভারতে এ মডেলের স্মার্টফোন বিক্রির কোনো পরিকল্পনা স্যামসাংয়ের নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আগস্টের দ্বিতীয়ার্ধেই বাজারে গ্যালাক্সি নোট-৮ মডেলের স্মার্টফোন ছাড়ার পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের।