পরিত্যক্ত অবস্থায় তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

0
17

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় বিজয় দিবসের আগের দিন অর্থাৎ গতকাল রোববার মুন্সিগঞ্জ থেকে তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের তামালতলা মাঠ নামক রেললাইনের পাশ থেকে এ বস্তু উদ্ধার করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জের তামালতলা মাঠে গতকাল সকালে কয়েকজন বাচ্চা সবজি তুলতে যায়। সবজি তোলার সময় বাচ্চারা তামালতলা মাঠের রেললাইনের পাশে একটি তামাকখেতে যায়। এ সময় তারা রেললাইনের পাশের ঝোঁপের মধ্যে সিমেন্টের একটি ব্যাগ দেখতে পায়। তারা ব্যাগের মুখ খুলতেই কালো টেপে মোড়ানো তিনটি বোমা সদৃশি বস্তু দেখে ভয় পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে ব্যাগের মধ্যে বোমা সদৃশ্য বস্তু দেখে পরে আলমডাঙ্গা থানা-পুলিশকে অবগত করেন। এরপর বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানার এসআই আব্দুর রহিম, এএসআই ইলিয়াস হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে।আলমডাঙ্গায় বিজয় দিবসের আগের দিন অর্থাৎ গতকাল রোববার মুন্সিগঞ্জ থেকে তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের তামালতলা মাঠ নামক রেললাইনের পাশ থেকে এ বস্তু উদ্ধার করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জের তামালতলা মাঠে গতকাল সকালে কয়েকজন বাচ্চা সবজি তুলতে যায়। সবজি তোলার সময় বাচ্চারা তামালতলা মাঠের রেললাইনের পাশে একটি তামাকখেতে যায়। এ সময় তারা রেললাইনের পাশের ঝোঁপের মধ্যে সিমেন্টের একটি ব্যাগ দেখতে পায়। তারা ব্যাগের মুখ খুলতেই কালো টেপে মোড়ানো তিনটি বোমা সদৃশি বস্তু দেখে ভয় পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে ব্যাগের মধ্যে বোমা সদৃশ্য বস্তু দেখে পরে আলমডাঙ্গা থানা-পুলিশকে অবগত করেন। এরপর বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানার এসআই আব্দুর রহিম, এএসআই ইলিয়াস হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের তামালতলা মাঠের রেললাইনের পাশ থেকে তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত বস্তুগুলো বোমা কিনা, তা তদন্ত করা হচ্ছে। তাজা বোমা চিহ্নিত হলে আদালতের মাধ্যমে র‌্যাবের সহযোগিতায় তা নিষ্ক্রিয় করা হবে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।