বিপ্লব নাথ (চট্টগ্রাম) : উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে থেকে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গারা চট্টগ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া শুরুপর চট্টগ্রামের পুলিশ বিভিন্ন স্থানে অভিযানা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ১০৩ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রবিবার রাতভর এই অভিযান চালানো হয়।
এর আগে রবিবার দিনে পুলিশ পটিয়ার খরনা এলাকা থেকে একই পরিবারের ১২ রোহিঙ্গা নাগরিককে আটক করেছিল। আটককৃতরা সকলে সম্প্রতি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী।
আটক হওয়া রোহিঙ্গাদের কক্সবাজার উখিয়া শরনার্থী শিবিরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ।
তিনি জানান, রোঙ্গিারা পটিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে এমন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালানো হয়। আজ সোমবার তাদের সরকারি নির্ধারিত উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।