নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পলাশ মাহমুদ (৩২) ওই গ্রামের খোকন শেখের ছেলে। তিনি ফল ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ লোহাগড়া বাজারে ছিলেন। কেউ তাঁকে ফোন করে চরমল্লিকপুর পশ্চিমপাড়ায় রমজানের মুদি দোকানের সামনে ডেকে নেয়। এর পরপরই ১০ থেকে ১২ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল অধিকারী বলেন, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় কোপের দাগ। ঘাড়ের কোপ খুব গুরুতর ছিল।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা বলেন, কোপের ধরন দেখে মনে হচ্ছে তাঁকে হত্যা করতেই হামলা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।