নিউজ ডেস্ক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, সভায় চলতি হিসাব বছরের দ্বিতীয় (অক্টোবর-ডিসেম্বর, ২০১৬) ও তৃতীয় (জানুয়ারি-মার্চ, ২০১৭) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় এবার ১৮ মাসে হিসাব বছর গণনা করেছে ন্যাশনাল টি। এ সময়ের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ২৪ পয়সা। ৩০ জুন এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৪৩ টাকা ৬৯ পয়সায়।
এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১৫ টাকা ১৭ পয়সা ইপিএস দেখিয়েছে ন্যাশনাল টি, যেখানে আগের বছর একই সময়ে তাদের ইপিএস ছিল ১২ টাকা ২৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ১৫৪ টাকা ৮৮ পয়সায়।