নিউজ ডেস্ক:
ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে যাতে কোনো চাঁদাবাজি না হয় সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বিআইডব্লিউটিএ ভবনের সম্মেলন কক্ষে উপকূলীয় ২১টি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নৌ বন্দর কর্তৃপক্ষ, লঞ্চ মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চ মালিক, জেলা প্রশাসন, নৌ-রুটের যাত্রীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার প্রয়োজন বলেও উল্লেখ করেন শাজাহান খান।
ঢাকা, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, খুলনা এলাকার জেলা প্রশাসক, পুলিশ সুপারগণ এ সভায় উপস্থিত ছিলেন।
তারা ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাকে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মালিক, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে জানান, লঞ্চের ভাড়া বৃদ্ধি, রাস্তাঘাট সংস্কার ও মেরামত, ওভার লোডিং, রাতের বেলা নদীতে বালুবাহী নৌ-যান চলাচল বন্ধ এবং বিভিন্ন এলাকায় রাস্তায় সড়ক বাতি লাগানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
সভায় বক্তব্য রাখেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কান্তি বড়াল, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার জ্ঞান রঞ্জন সেন, মালিক সমিতির প্রতিনিধি খন্দকার মাহবুব উদ্দিন, শিপিং করপোরেশনের মহাপরিচালক সৈয়দ আরিফুল হক প্রমুখ।
মালিকদের পক্ষ থেকে নৌপথে যাত্রীদের যাতায়াত সুবিধার্থে আগামী ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগে ও পরে পোশাক শ্রমিকদের ছুটি বৃদ্ধি করা জরুরি বলে সভায় উল্লেখ করা হয়।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নদীতে ড্রেজিং কাজ অব্যাহত রেখে নৌ-চলাচলে নদীর নাব্যতা স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।