নোয়াখালী গভীর রাতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিউজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা তার সাথে থাকা আড়াই লক্ষ টাকাও লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাত ২-৩টার মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে বাড়ির ১০০ গজের মধ্যে ফেলে রেখে যায়। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় পুলিশ নিহতের বাড়ি-সংলগ্ন মিরওয়ারিশপুর ইউনিয়নের বারিয়া হাট সংলগ্ন বাদি গাছতলা নামক এলাকা থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত আবু ছায়েদ ভূঞা রিপন (৫০) উপজেলার মিরওয়ারিশ ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালুয়া চাঁদপুর গ্রামের ভূঞা বাড়ির মৃত রফিক ভূঞার ছেলে।
পুলিশ এবং নিহতের পরিবার তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। নিহতের স্বজনদের দাবি, নিহত রিপনের সাথে সকলের সুসম্পর্ক ছিল।
নিহতের ছেলে ইমরান হোসেন জানান, লাল সবুজ বাস পরিবহনের বেগমগঞ্জ চৌরাস্তা বাস কাউন্টারের ম্যানেজার ছিলেন তার বাবা। বুধবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময়ে বেগমগঞ্জের চৌরাস্তার লাল সবুজ বাস কাউন্টার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে তাদের বাড়ির কাছাকাছি এলে কে বা কারা বাবাকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। এরপর তার হাতে, পায়ে কোপানো হয়েছে। এতে পায়ের রগ কেটে হত্যা করে বারিয়া হাট বাজার সংলগ্ন মোসলে উদ্দিন মাওলানার বাড়ির দরজায় মরদেহ রেখে চলে যায়।
ইমরান আরো জানান, আমার অসুস্থ কাকার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। তার চিকিৎসার আড়াই লক্ষ টাকা এ সময় বাবার সাথে ছিল। ওই টাকাও সন্ত্রাসীরা লুটে নেয়।
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ অপরাধীদের দ্রুত আটক করতে অভিযান চালাচ্ছে।