নিউজ ডেস্ক:
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ক্লাব বার্সেলোনা ছাড়া নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। প্যারিস সেন্ট জার্মেই’তে (পিএসজি) তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন বলে জোরালো গুঞ্জন থাকলেও এ বিষয়ে এখনও মুখ খুলেননি নেইমার। তবে তার জাতীয় দল ও সাবেক ক্লাব সতীর্থ দানি আলভেস আশাবাদী, নেইমার পিএসজিতে যোগ দেবে। একই সঙ্গে এই ধরনের পরিস্থিতিতে কানে ভেসে আসা সব কথা কানে না নেওয়ারও উপদেশ দিয়েছেন বার্সেলোনা ও জুভেন্টাস হয়ে পিএসজিতে যোগ দেওয়া এই ব্রাজিলিয়ান।
ফ্রান্স সুপার লিগে মোনাকোকে ২-১ গোলে হারানোর পর রবিবার দানি আলভেস বলেন, আমি নেইমারের সঙ্গে প্রতিদিনই কথা বলি, তবে ফুটবল নিয়ে নয়। আমি এই পরিস্থিতে তাকে শান্ত থাকতে বলব এবং বলব, ভেসে আসা সব কথা কানে না নিতে, অন্যথায়, তার দশা হবে পাগলের মতো।
বার্সেলোনার সাবেক এই ফুলব্যাক আরও বলেন, তোমাকে স্বার্থপর হতেই হবে। কারণ, যখন তুমি প্রত্যাশিত ফলাফল এনে দিতে পারবে না তখন ক্লাবগুলো কিন্তু তোমাকে নিয়ে একটুও ভাববে না। যার একটি উদাহরণ আমি। ’
প্রসঙ্গত, কয়েক মাস আগেও বার্সেলোনায় নেইমারের সতীর্থ ছিলেন দানি আলভেস। বার্সায় আট বছর কাটানোর পর গত মৌসুমে বিনা মূল্যে জুভেন্টাসে গিয়েছিলেন। বয়সের কারণে বার্সা তার সঙ্গে নতুন চুক্তিতে রাজি হয়নি। তাদের সেই ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে দুর্দান্ত খেলে চলেছেন। এবার তো পিএসজির হয়ে অভিষেকে গোলও করলেন।