সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসলে নিবন্ধন বাতিল হবার সরকারী দল গুলোর সমালোচনার জবাবে বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সভাপতি এ্যাড. জয়নাল আবেদিন বলেছেন, নির্বাচনে যাওয়া না যাওয়া রাজনৈতিক দল গুলোর সাংবিধানিক অধিকার। কোন ইস্যুুতে এ অধিকার কেড়ে নেয়া যায়না। তাহলে সরকারী দলে থাকা জাসদের মশাল ও ওয়ার্কাস পার্টির কাস্তেও থাকবেনা। তাই অধিকারের রাজনীতিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবেনা। তিনি মঙ্গলবার সকালে কারাগারে আটক বিএনপির অপর ভাইস প্রেসিডেন্ট ইকবাল হাসান মাহমুদ টুকুর ৪টি মামলায় সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে জামিন আবেদন শুনানী শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন। তিনি মামলা গুলোতে টুকুর জামিন না হওয়া প্রসঙ্গে বলেন, বর্তমান অবস্থায় সঠিক বিচার পেতে হলে উচ্চ আদালতে দ্বারস্থ হওয়া ছাড়া সঠিক বিচার পাওয়া যায়না। তাই নিরাপরাধ টুকুর ন্যায্য বিচার ও জামিন পেতে আমরা উচ্চ আদালতে যাব।
মামলা ও বিএনপি নেতাদের সুত্রে জানা যায়, ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জেহাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদের মুলিবাড়িতে ছাত্র গণজমায়াশ চলাকালে দ্রুত গতির একটি ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ৬কর্মী নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ দলের নেতা কর্মীরা ট্রেনে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। পরে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট গোলাম হায়দার, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কে.এম সাইফুল ইসলাম, তৎকালীন র্যাব-১২ এর ডিএডি আবু বকর সিদ্দীক, বঙ্গবন্ধু পশ্চিম থানার এসআই আছলাম আলী, দিনাজপুর জেলার পার্বতীপুর জিআরপি থানার এএসআই গোলাম তৌহিদ, সিরাজগঞ্জ বাজার জিআরপি থানার এএসআই কাজী মো: সাইদুর রহমান বাদী হয়ে মোট ৭টি মামলা দায়ের করেন। এসব মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কয়েক হাজার নেতাকর্মীকে আসামী করা হয়। ইতি মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। তার বিরুদ্ধে ৩টি মামলা বিশেষ ট্রাইব্যুনাল, ১টি মামলা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩টি মামলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলমান রয়েছে। গত ১০ এপ্রিল ৩টি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেন।
গতকাল মঙ্গলবার সকালে ৪টি মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালতে কারাগারে অসুস্থ্য টুকুর অনুপস্থিতে জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে আদালত।