নিউজ ডেস্ক:নিরাপদ সড়ক ২০১৮ আইন কার্যকরী হওয়ার মাত্র কয়েক ঘন্টা পর নতুন সড়ক পরিবহন আইন বাতিল ও জরিমানা বন্ধের দাবিতে মেহেরপুরসহ খুলনা বিভাগের সমস্ত রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাস চালকরা। মেহেরপুরের কয়েকজন বাস চালক জানান, এই আইনের আওতায় জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালনো আমাদের পক্ষে সম্ভব নয়, যে কোন সময় এই আইনের বেড়াজালে চালকদের হয়বানির শিকার হতে হবে। যে কারণে আমরা খুলনা বিভাগের ১০ জেলার সকল রুটের বাস চলাচল বন্ধ করে রেখেছি। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই বাস চলাচল বন্ধ করার কারণে যাত্রী সাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর সুযোগ বুঝে আলগামন নসিমন-করিমন সহ অন্যান্য অবৈধ যান গুলো তাদের ভাড়া বৃদ্ধি করে ফেলেছে। নাম প্রকাশ না করার শর্তে এক চালক জানান, শুধু আমাদের দোষে একসিন্ডেট হয় না। ইচ্ছা করে আমরা একসিন্ডেট করি না। মানুষের সচেতনার অভাবে বেশীর ভাগ একসিন্ডেট হয়। মানুষ না দেখে রাস্তা পার হয়, একই রোডে মানুষ পার হচ্ছে আবার একই সাথে রাস্তায় আলগামন নসিমন-করিমন তাহলে আমাদের দোষ কোথায় আর এতো টাকা জরিমানা আমরা কোথায় পাবো। তিনি আরও বলেন, শুধুই আমরা তো চালক না আমাদের পাশাপাশি ইজিবাইক,আলগামন, পরিমন, করিমনসহ শ্যালো ইঞ্জিন চালিত সকল যানবাহনের চালকদের এই আইনের আওতায় আনা হয়নি। তারাও তো রাস্তায় গাড়ি চালায়। সরকার আমাদের উপর এককভাবে এই আইন চাপিয়ে দিয়েছে।