নিউজিল্যান্ডে মসজিদে নিরীহ মুসলমানদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে

0
9

চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও দোয়া
নিউজ ডেস্ক:সম্প্রতি নিউজিল্যান্ডর ক্রাইস্টচার্চে ২টি মসজিদে নিরীহ মুসলমানদের উপর ভয়াবহ গুলিবর্ষণে বাংলাদেশী ৩জনসহ অর্ধশতাধিক মুসলমান নিহত হয় ও অসংখ্যা মুসলমান হতাহত হয়। তারই প্রতিবাদে গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি চুয়াডাঙ্গা বড় বাজার থেকে চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্ত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে চুয়াডাঙ্গা ওলামা পরিষদের জেলা সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ওলামা পরিষদের সাধারন সম্পাদক মুফতি মোস্তফা কামাল কাশেমী, ডা:জিনারুল ইসলাম, ওলামা পরিষদের প্রচার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, ওলামা পরিষদের সাবেক সভাপতি মাওলানা রুহুল আমীন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুস সবুর, মাওলানা এনামুল হক, হাফেজ মাহবুবুল আলম প্রমুখ। বক্তারা, নারকীয় হামলার সাথে জড়িত ও উস্কানী দাতাদের শাস্তির দাবি জানান। ঐ হামলায় ভাগ্যক্রমে বাংলাদেশ ক্রিকেট টিম প্রাণে রক্ষা পায়। মিছিলে চুয়াডাঙ্গা জেলা শহরের বিভিন্ন মসজিদের খতিব ও ঈমামগণ অংশ গ্রহণ করেন। সমাবেশ শেষে বাংলাদেশসহ যারা ঐ হামলায় হতাহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন মুফতি জুনাইদ আল হাবিবী।