নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ নগরী নিউইয়র্কে ফিরেই বিক্ষোভের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকমের সঙ্গে বৈঠকের জন্য স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্ক যান তিনি।
এসময় শত শত মানুষ ইন্ট্রিপিড সাগর এবং মহাকাশ যাদুঘর এলাকায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়া, ট্রাম্পের আবাসিক ভবন ও বাণিজ্য কেন্দ্র ট্রাম্প টাওয়ারের কাছেও বিক্ষোভ করে তারা। এসময় বিক্ষোভকারীরা ‘ট্রাম্পকে নাকচ করো,’ ‘আমাদের প্রেসিডেন্ট নয়,’ এবং ‘আমেরিকাকে আবার মুক্ত চিন্তা করতে দাও’ বলে স্লোগান দেয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ট্রাম্প টাওয়ারে নিরাপত্তার নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়।
প্রসঙ্গত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রণীত ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত স্বাস্থ্যসেবা বিল স্বল্প ভোটের ব্যবধানে বাতিলের পরই এ বিক্ষোভ হলো। বিল বাতিল করতে সক্ষম হওয়ার পর প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের নিয়ে তা উদযাপন করেছিল হোয়াইট হাউস। কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই নিউইয়র্কে ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়।