নার্সকে ধর্ষণের প্রতিবাদে কোটচাঁদপুরে নার্সদের মানববন্ধন

0
13

নিউজ ডেস্ক:চলন্ত বাসে ঢাকার ইবনে সিনা হাসপাতালের নার্সকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সরা। গতকাল সোমবার কমপ্লেক্স চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি ঢাকার ইবনে সিনা হাসপাতালের সেবিকা শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়। এর প্রতিবাদের সোমবার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সরা মানববন্ধন করেছেন। মানববন্ধনে অংশ নেন সিনিয়র স্টাফ নার্স বেবী রানি বিশ্বাস, হোসনে আরা, সূপর্ণা সরকার, দীপা রানী, খোরশেদা বেগম, রওশন আরা, সানজিদা পারভিন, রোপা রানি, সালমা খাতুন, রাবিয়া খাতুন, কাজলি খাতুন। এ সময় হাসপাতালের রোগীর লোকজনসহ স্থানীয়রা ওই ঘটনার সাথে একত্মতা ঘোষনা করে মানববন্ধনে অংশগ্রহন করেন।