নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ৮নং সিংরইল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়। শোকাবহ আগস্টের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সিংরইল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শোক সভা অনুুষ্ঠিত হয়েছে। উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি মহোদয়। সিংরইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাইদুর রহমানের সভাপতিত্বে ও তোফায়েল আহমদ তুহিনের সঞ্চালনায় নান্দাইল উপজেলা আওয়ামীলীগের য্গ্মু আহবায়ক হাসান মাহমুদ জুয়েল, পৌরমেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি জনাব রফিক উদ্দিন ভূঞা সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।