মো. রফিকুল ইসলাম রফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে এক সমাবেশ ও শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ছাত্রী সমাবেশে আলোচনায় অংশ গ্রহন করেন যুগান্তর স্বজন উপদেষ্ঠা মোহাম্মদ এনামুল হক বাবুল, স্বজন সাধারন সম্পাদক অধ্যাপক মাহবুুবুর রহমান বাবুল, এবি সিদ্দিক খসরু, রফিকুল ইসলাম, শিক্ষক বিজয় কুমার দেব, বিলকিস রাবেয়া, সাবিত্রি দাস, শাহজাহান ভূইয়া, তাজুল ইসলাম, মাহমুুদুল হাসান খাঁন, আব্দুল মালেক ভূইয়া, ম্যানেজিং কমিটির ডাঃ মঞ্জুরুল হক, স্বজন সদস্য ডাঃ মোঃ শাহজাহান ফকির ও কবি এন.ইউ আহম্মেদ। বিদ্যালয়ের প্রায় আট শতাধিক ছাত্রী বাল্যবিবাহের বিরুদ্ধে হাত উঠিয়ে শপথ গ্রহন করেন। শপথ পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম। উল্লেখ্য যুগান্তর স্বজন সমাবেশ নান্দাইল উপজেলা শাখা ও হক ফাতেমা পাঠাগার নান্দাইল উপজেলার ১৫টি স্কুল কলেজ মাদ্রাসায় বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।