নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরাঞ্চলে মঙ্গলবার (২৯ আগস্ট) নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের সংগঠন ঘাস ফড়িং এর ব্যবস্থাপনায় নান্দাইল উপজেলা প্রশাসনের সহযোগীতায় শতাধিক পুরুষ মহিলার মাঝে নগদ অর্থ বিতরণ করেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এবি এম সিরাজুল হক, প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুল হক ভূইঁয়া, সেক্রেটারী মোহাম্মদ এনামুল হক বাবুল, বেতাগৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন ছাত্রী তুলি দেবনাথ, সানজিদা ইসলাম ছোঁয়া, নৌশিন আরবিন মুগ্ধ, নুসরাত জাহান সাথী, সাবিকুন্নাহার নিশী, জীবুন্নেসা খানম শ্যামা, লিজুয়ানা তাবাসসুম, জান্নাতুল ইসলাম ও জান্নাতুল আক্তার। নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা জনগণের নিকট থেকে স্বেচ্ছায় আদায়কৃত ৩০ হাজার টাকা বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করেন।