নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের একদিনের প্রশিক্ষন কর্মশালা সোমবার (২৪শে ডিসেম্বর) দিনব্যাপী নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনকারী সকল কর্মকর্তাদের সততা নিষ্ঠা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, সুষ্ঠভাবে ভোট গ্রহনের জন্য এবং ভোটারদের যথাযথ নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটের সদস্যরা সম্বলিতভাবে নিয়োজিত আছেন। কর্মশালায় আরও বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জান, সহকারী রিটার্নিং অফিসার মোসাদ্দেক মেহেদেী ইমাম ও উপজেলা নির্বাচন অফিসার মো. মাহমুদুল হক। উল্লেখ্য ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে ১১৫টি ভোট কেন্দ্রের জন্য ১১৫জন প্রিজাইডিং অফিসার, ৭৭৭জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৩১২জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।