নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে মৎস্য চাষী রুকন মিয়ার পুকুরে দুষ্কৃতিকারীদের বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন হয়েছে। জানাযায়, উপজেলার মেয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত ছাবেদ আলী মন্ডলের পুত্র রুকন মিয়ার ৪২ শতাংশ পুকুরে শনিবার দিবাগত রাতে কে বা কাহারা পুকুরে বিষ ঢেলে দেয়। এতে বিষ ক্রিয়ায় পুকুরের সকল মাছ মরে পানির উপর ভেসে উঠে। রোববার (২রা সেপ্টেম্বর) ভোরে মৎস্য চাষী রুকন পুকুরে গিয়ে দেখতে পান পানিতে শত শত মাছ মরে ভেসে আছে। মৎস্যচাষী রুকন মিয়া জানান, দীর্ঘদিন ধরে তিনি এই পেশার সাথে জড়িত। তিনি তার বাড়ির পাশে বিভিন্ন দেশীয় মাছ চাষ করে থাকেন। তিনি আরও বলেন, ধার দেনা করে উক্ত পুকরে মাছ চাষ করে আসছেন। ঈর্ষান্বিত হয়ে কেউ আমার এই ক্ষতি করছে বলে ধারনা। এতে তাঁর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবিষয়ে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করবেন বলে জানান।