নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নে পিতার হাতে অবাধ্য মেয়ের খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘাতক পিতাকে নান্দাইল মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) ভোর রাতে চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের জনৈক আবুল হাসেম তাঁর নিজ মেয়ে তানজিনা(১৬) কে উশৃঙ্খলতা এবং চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ভুইয়ার বাড়ি থেকে ১৩ হাজার টাকা চুরির ঘটনায় শাসন করতে গিয়ে এক পর্যায়ে পিতা লাঠি দিয়ে তানজিনার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। নান্দাইল মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন এবং ঘটনায় অভিযুক্ত ঘাতক পিতা আবুল হাসেমকে পুলিশ গ্রেফতার করেছে বলে মডেল থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুস আলী জানান। রিপোর্ট পাঠানো পর্যন্ত এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে ওসি নিশ্চিত করেন।