নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দক্ষিন পূর্ব কচুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা রোববার (২৮ জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিদ্দিক মিয়ার সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগীতায় সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা আক্তার খাতুনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল, নান্দাইল বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. হুমায়ূন কবির রতন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এটিএম আহসান উল্লাহ, তাসমিলাম বেগম লিপি, শিক্ষক নেতা মো. আমিনুল ইসলাম আঞ্জু, রবিউল নেওয়াজ ফরিদ, নান্দাইল সাংবাদিক সমিতির সেক্রেটারী এবি সিদ্দিক খসরু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মো. মোসলেম উদ্দিন, মো. আব্দুর রাশিদ, মো. কামরুল ইসলাম, শাহ মো. ফেরদৌস, জাহানারা বেগম, নার্গিস আক্তার, স্বপ্না আক্তার, বেগম নুরুন্নাহার, সাইফুল ইসলাম, অলি উল্লাহ সার্বিক সমন্বয় করেন। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা আক্তার খাতুন আমন্ত্রিত সকল অতিথিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। উল্লেখ্য দক্ষিন পূর্ব কচুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাকাভবনটি ব্যবহারে অনুপযোগী থাকায় যেকোন সময় দূর্ঘটনার আশংকা রয়েছে। খেলায় উপস্থিত অভিভাবকগণ জরুরীভাবে অত্র বিদ্যালয়ে ১টি পাকাভবন নির্মাণ করার জোর দাবী জানিয়েছেন। উল্লেখ্য সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন ইতিপূর্বে এই বিদ্যালয় পরিদর্শন করে একটি নতুন ভবন নির্মাণের আশ্বাস দিয়েছিলেন।