রফিকুল ইসলাম রফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোরবানীর ৩ট গরু ও ২টি ছাগল সহ পিকআপ ৩১ আগস্ট বৃহস্পতিবার রাতে ঢাকা মহাখালী ফ্লাইওভার নিকট থেকে ডাকাতি হয়। জানাযায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড বাজার থেকে ক্রয়কৃত কোরবানীর ৩টি গরু ও ২টি ছাগল পিকআপ যোগে ঢাকায় নান্দাইল যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আওয়ামী লীগ নেতা কাজী আতাউর রহমান ও নান্দাইল রোড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম আঞ্জুর জামাতার বাসায় নেওয়ার উদ্দ্যেশ্যে যাত্রা করলে ঢাকা মহানগরীর মহাখালী ফ্লাইওভারের নিকট পৌছলে একদল দূর্বৃত্ত ট্র্যাক দিয়ে পিকআপের পথ রোধ করে অস্ত্রের মুখে গাড়ী সহ ৩টি গরু ও ২টি ছাগল সহ পিকআপ ছিনতাই করে নিয়ে যায়। আনুমানিক কোরবানীর পশুর মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে নান্দাইলের ড্রাইভার রাসেল (২৮), ইসলাম উদ্দিন (৪০), ওসমান (৪২) ও সুমন (১৬)কে মারধর করে। পরে তাদেরকে হাত-পা বেধে পলিথিনের ওয়ালমেট দিয়ে মুড়িয়ে ৪জনকে রাস্তায় ফেলে গরু সহ পিকআপ নিয়ে চলে যায়। ছিনতাইয়ের বিষয়টি বনানী থানাকে অবহিত করা হয়েছে। রিপোর্ট পাঠানো পর্যন্ত ছিনতাইকৃত গরু, ছাগল ও পিকআপ ট্রাকটির কোন সন্ধান পাওয়া যায়নি।