নাগদাহের যুবলীগ নেতা হাসনাত মাস্টার আটক

0
6

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত মাষ্টারকে গ্রেফতার করেছে পুলিশ। কুষ্টিয়া রোডে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সন্দিগ্ধ আসামী হিসেবে পুলিশ গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ভেদামারী গ্রামের মৃত সবেদ আলীর ছেলে, ঘোলদাড়ি বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাতকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, আটক আবুল হাসনাত কুষ্টিয়া রোডের শ্রীরামপুরের ডাকাতির প্রস্তুতি মামলার আসামী।