নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি উল্টে যাওয়ার জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ৯৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও প্রায় ৫০ জন। স্থানীয় পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে।
পুলিশের এক মুখপাত্র লাওয়ান অ্যাডাম জানিয়েছেন, ‘দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি হাইওয়ের দিকে যাত্রা করছিলো জ্বালানি ট্যাঙ্কারটি। মধ্যরারাতের দিকে মাজিয়া শহরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে ট্যাঙ্কারটি ঘুরাতে গিয়ে চালক ট্যাংকারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে এটি জিগাওয়া রাজ্যের একটি এক্সপ্রেসওয়েতে উল্টে যায়। বাসিন্দারা উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করতে ছুটে আসেন। তখনই এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।’
অ্যাডাম বলেছেন, ‘এ ভয়াবহ অগ্নিকাণ্ডে দুর্ঘটনাস্থলেই ৯৪ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ভিড় করে এবং সড়ক ও নালায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহ করতে থাকে।
পুলিশ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেছেন। তবে তারা সংখ্যায় অনেক বেশি ছিলো বলে অ্যাডাম জানিয়েছেন।
এদিকে নাইজেরিয়ার মেডিক্যাল অ্যাসোসিয়েশন আহতদের সেবা প্রদানে সহায়তার জন্য চিকিৎসকদের নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছনোর জন্য আহ্বান জানিয়েছে।