মো: সুমন আলী খাঁন,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে গত বৃহস্পতিবার গভীর রাতে আবারো দুঃসাহসিক চুরির ঘটনা সংঘঠিত হয়েছে। এতে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। জানাযায়,উপজেলার হীরাগঞ্জ বাজারের মধ্যবাজারস্থ মক্কা শপিং সেন্টারে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে একদল চোর হানা দিয়ে চৌধুরী ক্লথ ষ্টোরে বুরহান উদ্দীন চৌধুরীর মালিকানাধীন কাপড়ের দোকানের কলাপসিবল গেইট ও সাটারের তালা ভেঙ্গে দূর্বৃত্তরা দোকানে প্রবেশ করে, দামী শাড়ী, থ্রীপিছ, জামা কাপড় ও নগদ টাকা সহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার ওই রাতেই বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ওলিউর রহমান চৌধুরীর মালিকানাধীন ফ্যাশন ভিউ কাপড়ের দোকানে একই ভাবে তালাভেঙ্গে ঘরে প্রবেশ করে দামী জামা কাপড়,শাড়ী ও নগদ টাকা সহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র। এঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, প্রচার সম্পাদক পার্থ সারথী পাল সহ নেতৃবৃন্দ উক্ত ব্যবসা প্রতিষ্টান গুলো পরিদর্শন করেন । সম্প্রতি আউশকান্দি হীরাগঞ্জ বাজারে সমর বাবুর ফার্মেসী, মৌলা টেলিকম সেন্টার সহ আরো অনেক ব্যবসা প্রতিষ্টানে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে বাজারে ব্যবসায়ীদের মধ্যে চোর আতংক বিরাজ করছে।