নিউজ ডেস্ক:
দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক তার ওয়েবসাইটকে (http://www.banglalink.com.bd) নতুন আঙ্গিকে সাজিয়েছে। এতে গ্রাহকদের জন্য রয়েছে নতুন সব ফিচার এবং দারুণ লুক। দেশী ও বিদেশী গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার আলোকে এই ওয়েবসাইটটিকে করা হয়েছে আরও সহজ, ইন্টারেক্টিভ এবং তথ্যবহুল।
নতুন এই ওয়েবসাইটিতে ই-কমার্স ফিচারসমূহ যুক্ত করা হয়েছে। এই ই-কমার্স ফিচারে গ্রাহকরা পাবেন ইন্টারনেট প্যাক কেনার সুযোগ এবং বিভিন্ন প্রয়োজনীয় ডিজিটাল সেবাসমূহ যেমন- অনলাইন টপ-আপ এবং ইমার্জেন্সি ব্যালেন্স। এতে আরও রয়েছে ই-শপ ফিচার, যা টেলিকম ইন্ডাস্ট্রিতে এই প্রথম। এই ই-শপে ভিজিটররা সিম কার্ড এবং হ্যান্ডসেটসমূহ কিনতে পারবেন। এই ওয়েবসাইটে থাকবে বিভিন্ন হ্যান্ডসেটের তুলনা, স্পেসিফিকেশন এবং আরও অনেক কিছু। নতুন ওয়েবসাইটের ব্যবহারকারীরা সহজ প্রি-পেইড প্যাকেজ মাইগ্রেশন সুবিধা নিতে পারবেন এবং সাইটটি সঠিক সার্ভিস প্যাক বাছাই করতে অ্যাডভাইজর হিসেবে কাজ করবে। এই সাইটে আরও রয়েছে স্মার্ট ফিল্টারিং সার্চ সুবিধা। ‘ইউ মে অলসো লাইক’ সেকশনে বিভিন্ন ইন্টারনেট প্যাকের জন্য ব্যবহারকারীরা এখন পাবেন প্রাসঙ্গিক সুপারিশসমূহ।
ওয়েবপেজটিকে নতুন রূপ দিতে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। নতুন এই ওয়েবসাইটে রয়েছে ১৫০ হাজার লাইন কোডিং, যা ওয়েবসাইটটিকে দিয়েছে দারুণ অবয়ব। কারিগরি দিক থেকে, ইউআই এবং ওয়ার্ডপ্রেস-এর সম্পূর্ণ পরিবর্তে ব্যাক এন্ডের জন্য ড্রুপাল সিএমএস, ইউএক্স ফ্রেমওয়ার্ক ডিজাইনের জন্য জার্ব ফাউন্ডেশন ৫, স্লাইডার্স এবং কনটেন্ট ডিসপ্লের জন্য জেকোয়েরি ইউআই এবং ফ্লেক্স টেকনলোজি ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীরা যাতে সহজেই সাইটের সাথে খাপ খাইয়ে নিতে পারে তা নিশ্চিত করতেই এসব প্রযুক্তিক সংযোজনগুলো বাস্তবায়ন করা হয়েছে। এ সব কিছু গ্রাহকদের দেবে একটি নতুন, ইন্টারেক্টিভ ও বিশ্ব মানের নেভিগেশন এবং ব্রাউজিং অভিজ্ঞতা।
বাংলালিংক-এর সিইও এরিক অস বলেন, “নতুন ওয়েবসাইটটি বাংলালিংক-এর ডিজিটাল স্ট্রাটেজির অবিচ্ছেদ্য অংশ এবং এটি আমাদের গ্লোবাল ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করে। বাংলালিংক গ্রাহকদের জন্য সব সময় নতুন উদ্ভাবন নিয়ে আসে। মানুষের ভবিষ্যত ডিজিটাল দুনিয়ায় প্রবেশের সাথে সাথে আমাদেরও মনে হয়েছে তাদের তথ্য এবং আনুষাঙ্গিক সেবা দেওয়ার ক্ষেত্রে আরও উন্নয়ন প্রয়োজন। যারা আমাদের সেবাসমূহকে আরও সুবিধাজনক পদ্ধতিতে নিতে চান এবং আমাদের সম্পর্কে ঝামেলাহীনভাবে জানতে আগ্রহী আমরা তাদের জন্য ওয়েবপেজকে সতর্কতার সাথে আরও নতুন আঙ্গিকে সাজিয়েছি। বিশ্বব্যাপি গ্রাহকদের রোমাঞ্চিত রাখতে নতুন সব ফিচার নিয়ে আসার পরিকল্পনা রয়েছে আমাদের”।
বাংলালিংক সম্পর্কে-
বাংলালিংক বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান যার রয়েছে ২ কোটি ৮০ লাখেরও বেশি গ্রাহক। এটি নেদারল্যান্ড ভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের একটি সহযোগি প্রতিষ্ঠান।
ওয়েবসাইট: www.banglalink.com.bd
ফেসবুক: www.facebook.com/banglalinkmela
বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
আংকিত সুরেকা
কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার,
বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড
ফোন: ০১৯২৬৬৬২৯৬২
ই-মেইল: [email protected]