নগদ ৫ লাখ টাকা ১৭ ভরি সোনার গহনা চুরি

0
12

চুয়াডাঙ্গায় বসতবাড়ির তালা ভেঙে দিনদুপুরে চোরেদের তান্ডব!
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ায় দিনের বেলায় বসতবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চোরেরা আতিয়ার রহমান বিপ্লবের বাড়ির প্রাচীর টপকিয়ে গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্টিলের আলমারী তালা ভেঙে ১৬/১৭ ভরি সোনার গহনা ও নগদ ৫ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা এ সময় বাড়ি মালিকের কাছ থেকে চুরির ঘটনার বর্ণনা শোনেন এবং একটি লিখিত অভিযোগ গ্রহণ করেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের সাদেক আলী মল্লিকপাড়ায় নিজ বাড়িতে বসবাস করেন বিপ্লব-রুপালি দম্পত্তি। বুধবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে বাড়ির বাইরে যান রুপালি। কিছু সময় পর চা খেতে বাড়ির পাশের একটি দোকানে গিয়ে বসেন বিপ্লব। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে বাড়ি প্রবেশ করতে গিয়ে লক্ষ্য করেন ভেতর থেকে দরজাটি বন্ধ রয়েছে। এতে সন্দেহ হলে একটা ছোট বাচ্চার সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করেন তিনি। এরপর দেখতে পান তাদের শয়ন কক্ষে থাকা স্টিলের আলমারীর তালা ভাঙা, তাতে রাখা ১৬/১৭ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা কে বা কারা চুরি করে নিয়ে গেছে। একই সাথে ঘরের অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে চোরেরা। ধারণা করা হচ্ছে বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে চোরেরা প্রাচীর টপকিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে প্রথমে মূল দরজা বন্ধ করে দিয়েছে। তারপর গ্রিল কেটে, তালা ভেঙে ঘরে প্রবেশ করেছে।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ‘বাড়ির মালিক আতিয়ার রহমান বিপ্লবের একটি লিখিত অভিযোগ পেয়েছি। এরপর ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে চোরচক্রকে শনাক্ত করা সম্ভব হয়েছে। শিগগিরই জড়িত সকলকে আটক করে আইনের আওতায় নিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হবো।’