আকন্দবাড়িয়ায় গভীর রাতে বসবাড়িতে দুঃসাহসীক চুরি
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরের আকন্দবাড়িয়া গ্রামে গভীর রাতে কয়েক বাড়িতে দুঃসাহসীক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণ ও রূপার অলঙ্কার লুট করে নির্বিঘেœ পালিয়েছে চোরচক্র। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে একদল চোরচক্র বেশ কয়েক বাড়িতে হানা দেয়। এর মধ্যে আকন্দবাড়িয়া নদীর ধারপাড়ার আলী আহম্মদের ছেলে ইকরামুল, একই গ্রামের মাঝপাড়ার মান্নানের ছেলে চন্দনের বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে এ চোরচক্র হানা দিয়ে ব্যর্থ হয়। পরে একই পাড়ার আক্কাস ব্যাপারীর ছেলে নূর হোসেনের ঘর থেকে নগদ টাকাসহ মালামাল লুট করতে সফল হয়। এ সময় নুর হোসেনের ঘর থেকে নগদ ২১ হাজার টাকা, ২ আনা ওজনের একটি নাক ফুল ও একটি বার্লি এবং ৮ ভরি ওজনের রূপার অলঙ্কার লুট করে নিয়ে যায়। এতে নগদ টাকাসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল চুরি হয় বলে জানায় বাড়ির মালিক।
বাড়ির মালিক নূর হোসেন জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে বাইরে যেতে গেলে ঘরের দরজা বাইরে থেকে আটকানো আছে বুঝতে পারি। এরপর প্রতিবেশীদের ডেকে ঘরের দরজা খুলে বাইরে বের হয়। পরে বুঝতে পারি বাড়িতে চুরি হয়েছে। তবে ধারণা করা হচ্ছে বাড়ির লোকজনের চোখ ফাঁকি দিয়ে চোর আগে থেকেই ঘরের চৌকির নিচে লুকিয়ে ছিল। এরই একপর্যায় সুযোগ বুঝে নগদ টাকা ও স্বর্ণ ও রূপার অলঙ্কার লুট করে পালিয়ে যায়। এ চুরি ঘটনার পর থেকে গ্রামবাসী চুরি আতঙ্কে ভুগছে।
এ বিষয়ে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই কিশোর বলেন, চুরির ঘটনাটি শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এলাকাবাসী ও ভুক্তভোগীদের বক্তব্য শুনে ধারণা করা হচ্ছে এটা একটা রহস্যজনক চুরি।