নগদ টাকা ও মোবাইলসহ স্বর্ণালঙ্কার লুট!

0
12

কোটচাঁদপুরে ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে দস্যুদের হানা
নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে শহরের বড়বামনদাহ গ্রামের জাকারিয়ার পুত্র ব্যবসায়ী বাবুলের বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এসময় বাসার লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার সহ ৪টা মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মীর্জা সালাহ্উদ্দীন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন। ভুক্তভোগী বাবুল হোসেন জানান, সোমবার মধ্যরাতে কয়েকজন দূর্বৃত্ত বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে বাসার ভিতর প্রবেশ করে। পরে আমাদেরকে দেশীয় অস্ত্রের মূখে জিম্মি করে সবাইকে কাপড় দিয়ে হাত-পা বেধে ফেলে। দূর্বৃত্তরা নগদ সত্তর হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার ও ৪টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এদিকে দস্যুতার ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড় আকারের ডাকাতি সংঘটিত না হলেও দস্যুতার মত ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করবে।