নগদ টাকাসহ ১২ লাখ টাকার টায়ার লুট!

0
9

চুয়াডাঙ্গায় আবারও টায়ারের দোকানে দুঃসাহসিক চুরি
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর শহরের সিএন্ডবি অফিসের সামনে তরফদার মটরস নামে একটি টায়ারের দোকানের ক্লপসিবল গেট ও শাটারের তালা কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে ওই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া ওই দোকান থেকে ১২ লাখ টাকার টায়ারসহ নগদ ৪০ হাজার টাকা লুট করেছে সংঘবদ্ধ ওই চোরের দল। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চুরি হওয়া ওই দোকানের মালিক নূর আলম তরফদার জানান, মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় বেচাকেনা সেরে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। গতকাল সকাল ৯টার দিকে দোকানের ক্লপসিবল গেট ও শাটারের তালা খোলা দেখে ম্যানেজার তাকে ফোন দিয়ে চুরির ঘটনা সম্পর্কে জানায়। এ সময় তিনি দোকানে এসে দেখেনে ট্রাকের ১ হাজার ২০ মাপের ২৫টি টায়ার নেই, যার বাজার মূল্য ১২ লাখ টাকা। এছাড়াও দোকানের ড্রয়ার ভঙ্গে নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ ওই চোরের দল। এ সময় তিনি আরো বলেন, চুরি হওয়া এ সকল টায়ারের মধ্যে ৬টি টায়ার গতকাল ঢাকা থেকে এসেছে। পরে এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে, পাড়া মহল্লার ভিতর এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এ এলাকার সাধারণ ব্যবসায়ীরা। এ সময় অনেকে অভিযোগ করে বলেন, চুরি হওয়া দোকানের ১৫ গজ দূরেই একজন নাইটগার্ড থাকলেও চুরি হওয়ার বিষয়ে কিছু বুঝতে পারেনি ওই নাইট গার্ড। এছাড়াও এ সকল ব্যবসায়ীরা আরো অভিযোগ করে বলেন, শহরের ভিতর পর পর কয়েকবার এ ধরণের চুরির ঘটনা ঘটলেও চোর আটকসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারছে না প্রশাসন ফলে এ ধরনের চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সিএন্ডবি অফিসের সামনে তরফদার মটরস নামে একটি টায়ারের দোকানে চুরির ঘটনা শোনার সাথে সাথে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরো জানান, থানা পুলিশের একটি টিম ওই চুরির ঘটনার বিষয়ে অনুসন্ধানে মাঠে নেমেছেন। খুব দ্রুত এই চুরির ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।