নিউজ ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাম কিডনিতে পাথর ধরা পড়েছে। তবে তিনি সুস্থ রয়েছেন। আর তার অসুস্থতা নিয়ে খবর রটনার জন্য ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম নওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আজকালের।
গত শনিবার সকালে পেটে ব্যথা হয় নওয়াজ শরিফের। তারপরই লাহোরের এক বেসরকারি হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে বলেন, তার বাম কিডনিটে পাথর রয়েছে। এখনই অস্ত্রোপচারের প্রয়োজন নেই। খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন তারা। কাজ না হলে অস্ত্রোপচার করা হবে।
পাকিস্তানের তথ্য মন্ত্রালয়ের রাষ্ট্রমন্ত্রী মারিয়াম অওরঙ্গজেব জানিয়েছেন, “ডাক্তারি পরীক্ষার রিপোর্ট ভাল। ২০১৮ সালের মধ্যে সমস্ত প্রকল্প শেষ করতে চান শরিফ। তাই খুব পরিশ্রম করছেন। ” উল্লেখ্য ২০১৬ সালের মে মাসে লন্ডনে নওয়াজ শরিফের হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়।