নিউজ ডেস্ক:
নওগাঁ জিলা স্কুল মাঠে স্কুল ব্যাংকিং মেলার উদ্বোধন করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার নির্বাহী পরিচালক কাজি ছাইদুর রহমান।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় এই মেলার মেলার উদ্বোধন করা হয়। বিশেষ অতিথি ছিলেন নওগাঁর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন এবং মার্কেন্টাইল ব্যাংক প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আদিল রায়হান।
এ সময় জেলায় কর্মরত ৩৩টি ব্যাংকের শাখা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, নওগাঁ জেলায় পরিচালিত ৩৩টি ব্যাংকের মাধ্যমে এ পর্যন্ত স্কুল ব্যাংকিং কর্মসূচীর আওতায় ছাত্রছাত্রীদের মোট ২৫ হাজার ৫৮৭টি হিসাবে ৫ কোটি ৪৪ লক্ষ ২৫ হাজার টাকা সঞ্চিত হয়েছে।
সূত্র : BD প্রতিদিন