ধর্ষণের অভিযোগ : ধর্ষক তনু আটক

0
11

চুয়াডাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীকে
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চুয়াডাঙ্গা পৌর শহরের ফার্মপাড়ার তৈমুর হুসাইন জোয়ার্দ্দার ওরফে তনু (২৪) নামে এক ধর্ষককে আটক করেছে সদর থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই কজেলছাত্রী বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ধর্ষক তনুকে আটক করে।
এজাহার সূত্রে জানা যায়, চুয়াডঙ্গা সরকারি কলেজের বাধন রক্তদান কর্মসূচিতে থাকার সময় গত ২৮ মার্চ চুয়াডাঙ্গা পৌর শহরের ফার্মপাড়ার আলমগীর হোসেন জোয়ার্দ্দারের ছেলে তৈমুর হুসাইন জোয়ার্দ্দার ওরফে তনুর সাথে পরিচয় হয় ওই কলেজছাত্রীর। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৫ এপ্রিল কলেজের সামনে তাদের দেখা হলে ওই কলেজছাত্রীকে ফার্মপাড়ার একটি বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তনু। এ ঘটনায় ওই কলেজছাত্রী গর্ভবতী হয়ে পড়ে। পরে বারবার তাকে বিয়ের কথা বললে এড়িয়ে যাওয়াসহ গর্ভের সন্তান নষ্ট করাসহ বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। পরে ওই কলেজছাত্রী বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ধর্ষক তনুর বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে গতকাল সকালে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ফার্মপাড়া থেকে তৈমুর হুসাইন জোয়ার্দ্দার ওরফে তনুকে আটক করে।