ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

0
8

মহেশপুর ফতেপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার দুপুরে হাফিজুর নামের এক যুবক কর্তৃক ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। এ ঘটনয় ধর্ষককে প্রেপ্তার ও ফাঁসির দাবিতে মাববন্ধন অনুস্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ফতেপুর বকুতলা বাজারের রাস্তায় দাড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে। শিক্ষক / শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
জানা গেছে, গত ২ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার ফতেপুর গ্রামের বাজার পাড়ার জাহাঙ্গীর আলম বাবুলের আট বছরের শিশুকন্যাকে বিস্কুট ও চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে মাঠে নিয়ে যেয়ে ধর্ষণ করেন একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (২৫)। সেখান থেকে শিশুটি কোনো রকম বাড়ি ফিরে এসে তাঁর মায়ের সঙ্গে সব ঘটনা বলেন। পরবর্তীতে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক হলে দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা জানাজানি হওয়ায় অভিযুক্ত হাফিজুর এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তবে পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য খুঁজলেও এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনার পর গতকাল অভিযুক্ত হাফিজুরকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করে ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য আসাদুল ইসলাম, গোলাম ফারুক খান, জামান মিয়া, বুলবুল মিয়া, টিটু রহমান প্রমুখ।