ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন সনাতনী শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ০৩ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নিচ তলার কেন্দ্রীয় প্রার্থনালয়ে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মকে ধারণ করে প্রতিবছরের ন্যায় সদ্য সিনিয়র ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্দ্যোগে সনাতনী শিক্ষার্থীদের নবীন বরণে আয়োজন করা হয়। এ উপলক্ষে শুরুতে পবিত্র গীতা পাঠের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের সাথে পরিচয় এবং ভাব- আবেগ বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এরপরে সদ্য সিনিয়রদের পক্ষ থেকে তাদেরকে একটি করে ধর্মীয় বই প্রদান করা হয়। এ ছাড়াও মহা প্রসাদ বিতরণ ও ধর্মীয় আচার পালনের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত সদ্য সিনিয়র ২০২২-২৩ শিক্ষাবর্ষের সুজয় দাস, সুবংকর রায় (শুভ), মহিতোষ দাস, দুরন্ত রায় মিলন, দীনবন্ধু রায় দেবা, বিজয় কর্মকার, মোহন রায়, অদিতি রায়, মিথিলা রানী, যুক্তা, পার্থ প্রতিম চক্রবর্তী, সিমলা মিত্র, লক্ষণ রায় সহ আরো অনেকেই এছাড়াও উপস্থিত ছিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে ফলিত রসায়ন ও কেমিকৌশলবিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজয় দাস বলেন, আমাদের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন এবং আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা হয়তো এই বিশ্ববিদ্যালয়ের চান্স অনেকেই ডিপ্রেশনে আছো, হয়তো তোমরা মনে করছিলে এই বিশ্ববিদ্যালয়ের হিন্দুধর্মাবলম্বীদের জন্য কোনো মন্দির নেই, কোনো পূজা অর্চনা হয় না! হয়তো ভাবছিলে বড় কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে ভালো হতো! এটা নিয়ে কোনো মন খারাপ দরকার নেই, কারণ শ্রীমদভগবদ গীতায় বলা হয়েছে যা হচ্ছে ভালো হচ্ছে আর যা হবে তা ভালোই হবে। আমাদের মন্দিরে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে সাপ্তাহিক পূজা অনুষ্ঠিত হয় এবং গীতা শিক্ষা দেওয়া হয়। সর্বশেষে নবীন প্রতি নিয়ত মন্দিরে আসার জন্য বলেন এবং ধর্মী বই পড়ার প্রতি মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানান।
নবীনদের উদ্দেশ্য ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী লক্ষণ রায় বলেন, আশেপাশের মানুষ যত যাই বলুক না কেন, আমরা নিজেদের ধর্মকে ভালোবাসবো এবং নিজের ধর্ম পালন করবো। এবং সবাই একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। বর্তমান পরিস্থিতি অনুযায়ী কাউকে ধর্ম নিয়ে ঝামেলায় না জড়ানোর আহ্বান জানান।
অনুভূতি ব্যক্ত করে, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিজ জার্নালিজম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনুপম দাস বলেন,
নবীনবরণের মাধ্যমে সিনিয়র দাদা, দিদি আমাদের স্নেহেরসহিত বরণ করে নেওয়ায় আমরা খুব খুশি। এবং দাদা, দিদিরা আমাদের উপহার হিসাবে দেওয়া “মূর্তি পূজার রহস্য ” বইটি মাধ্যমে আমরা অজানা অনেক কিছু জানতে পারবো বলে মনে করি।
নবাগত আরেক শিক্ষার্থী ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের হিমানী রায় বলেন, আজকে আমাদের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বড় দাদা ও দিদিরা কর্তৃক মন্দিরে আয়োজিত নবীন বরণে উপস্থিত থাকতে পেরে আনন্দিত। আজকে আমাদের দাদা দিদিরা খুব আন্তরিকতার সাথে আমাদের সাদরে বরণ করে নিয়েছে। আমাদের ধর্মীয় বই স্মরণিকা দিয়ে বরণ করা হয়। যা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
প্রসঙ্গত, ১৭০ একরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ৪ টি বিভাগ নিয়ে। বর্তমান এখানে ৩৬ টি বিভাগ চালু রয়েছে। এছাড়াও সকল ধর্মের মানুষের জন্য পড়ালেখা করার সুযোগ রয়েছে।