এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ এই দেশ প্রত্যেকটি নাগরিকের এমন মন্তব্য করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই দেশে একটি সাম্প্রদায়ের অস্তিত্বকে সাংবাধানিক ভাবে স্বীকার দিয়ে অন্যান্য সকল ধর্মের সাংবিধানিক অধিকারকে খর্ব করেছিলেন। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সেই অধিকারকে নিশ্চিত করেছেন। ফলে এই দেশে সকল ধর্মের মানুষ তার নিজ ধর্ম নির্বিগ্নে পালন করবে তার নিশ^য়তা সরকার দিয়েছেন।
গত ১৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে হিন্দু ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর আ¤্রকানন শ্রী শ্রী শ্যামাকালি মন্দির পরিদর্শনকালে মন্দিরে আসা পুর্নার্থীদের উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি।
এমপি গোপাল বলেন, মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান প্রত্যেকের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আর বাংলাদেশে প্রতিটি নাগরিকের স্বাধীনতাকে বর্তমান সরকার সমান ভাবে সাংবিধানিক অধিকার নিশ্চিত করেছেন। কিন্তু এই বাংলাদেশে কিছু ধর্মপাপী রয়েছে। কাজেই এই ধর্মপাপীদের বিরুদ্ধে মা-বোনসহ প্রত্যেককে সজাগ হতে হবে। প্রয়োজনে নিজের সম্মান-মর্যাদা রক্ষার্থে প্রত্যেক নারীকে মা কালি হতে হবে।
পূজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধানর সম্পাদক মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাছ আহম্মেদ, বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুল, ১০নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিদুল ইসলাম, ১০নং মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. তাইজুল ইসলাম, ১০নং মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীনেশ চন্দ্র রায় ও ১০নং মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া।