নিউজ ডেস্ক:
গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।
আজ সোমবার সকালে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, হলি আর্টিজানে হামলার ঘটনায় তদন্ত চলছে। পর্যাপ্ত আলামত জব্দ করা হয়েছে। ফরেনসিক ল্যাবে পরীক্ষাও শেষ হয়েছে। এ নিয়ে আরও তদন্ত চলছে।
আছাদুজ্জামান মিয়া আরও বলেন, জঙ্গিদের এখন বড় ধরনের নাশকতা করার মতো শক্তি আছে বলে আমরা বিশ্বাস করি না। তবে এখনো বিক্ষিপ্তভাবে দু-একটি ঘটনা ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই পাপিষ্ঠরা বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটাবেন না সে নিশ্চয়তা দেওয়া যায় না। তবে গত ছয় মাসে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটেনি।
ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গুলশানে হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিনের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা দেওয়া হয়।