দোস্ত বাজারে ফেনসিডিলসহ মাইক্রোবাসচালক আটক

0
9

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত বাজার থেকে ২০ বোতল ফেনসিডিলসহ ১ মাইক্রোবাসচালককে আটক করেছে হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ। এ ছাড়া ফেনসিডিল বহনকারী মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন হিজলগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বি এম আফজাল।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের দোস্ত বাজারের লিটন দর্জির দোকানের সামনে দর্শনা থেকে আসা ঢাকা মেট্রো-চ ৫১-২৩৭৯ রেজিস্ট্রেশনের একটি সাদা রঙের মাইক্রোবাসের গতিরোধ করে পুলিশ। এ সময় মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মাইক্রোবাসচালক দর্শনা দক্ষিণ চাঁদপুর কামাল হোসেনের ছেলে আশিককে (২২) আটক করা হয়। এর আগে মাইক্রোবাসে থাকা আরও ৩ জন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ পালিয়ে যাওয়া তিনজনের বিস্তারিত তথ্য নেয় মাইক্রোবাসচালকের কাছ থেকে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ২০ বোতল ফেনসিডিলসহ মাইক্রোবাসচালককে থানায় প্রেরণ করেছে হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ। এ মামলায় পলাতক অন্য আসামিরা হলেন দর্শনা হল্ট চাঁদপুরের রাজ্জাক আলীর ছেলে রাজিব (২৬), নজরুল জোয়ার্দ্দারের ছেলে লিমন (২৫) ও রফিকুল ইসলামের ছেলে সালাউদ্দিন (১৮)।