নববধূ স্ত্রী রোজা আহমেদকে নিয়ে সুন্দরভাবে পথ চলতে দোয়া চেয়েছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার (৪ জানুয়ারি) বিয়ে হয়েছে। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’
রাজধানী ঢাকাতেই অবস্থান করছেন তাহসান। এর আগে শনিবার সন্ধ্যায় তিনি জানান, শুক্রবার ছিল তাঁদের গায়েহলুদ। সে ছবিই ভাইরাল হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে গতকাল শনিবার।
আগের দিন (৩ জানুয়ারি) শুক্রবার সকাল থেকে তাহসান খানের বিয়ের খবরে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। গায়ে হলুদের বেশকিছু ছবি শেয়ার করে অনেকে প্রিয় গায়ককে শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে জানানো হয়েছে পাত্রীর পরিচয়ও। তবে এ বিষয়ে মন্তব্য না করে ওই দিন সকালে তাহসান বলেছেন, ‘সন্ধ্যায় চমক আসছে।’ এরপর সন্ধ্যায় বিয়ের কিছু ছবি পোস্ট করেন তিনি।
একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে কবিতা আকারে তিনি লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’ সঙ্গে হ্যাসট্যাগে জুড়ে দিয়েছেন ‘হোমফরলাইফ’। শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করার পর তাহসান ও রোজা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন নেটিজেনরা। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে।